মেয়াদোত্তীর্ণ বাসের বিরুদ্ধে যৌথ অভিযান মার্চে

ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ফাইল ছবি

রাজধানীতে মার্চে শুরু হবে রাজধানীর মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান। এই অভযানে যত্রতত্র পার্কিং বন্ধ ও চালকদের লাইসেন্স এবং শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করবে।

প্রথম পর্যায়ে অবৈধ পার্কিং বন্ধে গুলিস্তান, মতিঝিল, পল্টন, আজিমপুর ও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করা হবে। বুধবার ডিএসসিসির নগরভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভাশেষে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ২০ বছরের অধিক সময় ধরে ব্যবহৃত বাস রাজধানীতে আর চলতে দেয়া হবে না। বিআরটিএ, পুলিশ ও ঢাকা জেলা প্রশাসন এ ব্যাপারে একমত পোষণ করেছে। গুলিস্তান হকারমুক্ত অভিযানের মতো নিরবিচ্ছিন্নভাবে মেয়াদোত্তীর্ণ বাস অপসারণে অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী গাড়ি চালকদের যে শিক্ষাগত যোগ্যতা (অষ্টম শ্রেণি পাস) থাকা দরকার সেটা না থাকলে তাদের রাজধানীতে গাড়ি চালাতে দেয়া হবে না।

সমন্বয় সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, মতিঝিল, গুলিস্তান ও পল্টন এলাকায় যত্রতত্র পরিবহন পার্কিং বন্ধ করা, স্টাফবাস নির্ধারিত জায়গায় রাখা ও অপ্রাপ্ত বয়স্কদের ড্রাইভিং বন্ধ করা।

সাংবাদিকদের প্রশ্নে মেয়র সাঈদ খোকন বলেন, মতিঝিলের দিলকুশা এলাকার সড়কে কার পার্কিংয়ের জন্য জায়গা নির্ধারণ করে দেয়া হয়েছে। এর বাইরে যারা ওই এলাকার সড়কে অবৈধ কার পার্কিং করবেন, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেয়র বলেন, ফুলবাড়িয়া এলাকায় কোনো বাস টার্মিনাল নেই। সড়ক দখল করে পরিবহন মালিকরা গাড়ি পার্কিং করেন। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ফুটপাতের চাঁদাবাজি প্রসঙ্গে ডিএসসিসি মেয়র বলেন, ইতিমধ্যে ফুটপাতের ৭২ চাঁদাবাজের বিরুদ্ধে শাহবাগ, মতিঝিল ও পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। বাকিদের পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আটক করে বিচারের মুখোমুখি করবেন বলে তার বিশ্বাস।

সভায় ডিএসসিসির শীর্ষ কর্মকর্তারা ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা জেলা প্রশাসন ও বিআরটিএ’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।