চট্টগ্রামে যানবাহনের বিরুদ্ধে ১৩১০ মামলা, আটক ১০৫

চট্টগ্রাম : পুলিশের ট্রাফিক সপ্তাহের প্রথম দিন রোববার (৫ আগস্ট) চট্টগ্রাম নগর ও জেলায় যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে ১৩১০টি এবং ১০৫টি যানবাহন আটক করা হয়। এর মধ্যে বেশিরভাগই মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা।

যানজট নিরসন এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে পুলিশের পক্ষ থেকে শনিবার দেশব্যাপী ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হয়। এ উপলক্ষে সিএমপির ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের ট্রাফিক বিভাগ শোভাযাত্রা, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী হাতে নিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সিএমপি’র উত্তর ও বন্দর জোনে মোট মামলা দায়ের হয়েছে ১ হাজার ৪৭টি এবং আটক করা হয়েছে ৬৪টি যানবাহন। আটক হওয়া যানবাহনের মধ্যে ৫২টি মোটরসাইকেল ও বাকিগুলো সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন রয়েছে। ট্রাফিক বিভাগের উত্তর জোনে মামলা হয়েছে ৫৯৫টি, যানবাহন আটক হয়েছে ৩৫টি এবং বন্দর জোনে মামলা হয়েছে ৪৯২টি, যানবাহন আটক হয়েছে ২৯টি। এছাড়া দুই জোনে রোববার জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৯২ হাজার ৭০০ টাকা। এর মধ্যে উত্তর জোনে জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৫০ টাকা ও বন্দর জোনে জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৪৭ হাজার ২৫০ টাকা।

শেয়ার করুন