স্বস্তি ফিরেছে চট্টগ্রামে : গণপরিবহন চলাচল শুরু

চট্টগ্রামে গণপরিবহন চলাচল শুরু

সুমন চৌধুরী (চট্টগ্রাম) : চট্টগ্রামসহ সারা দেশে যানবাহন চলাচল শুরু করেছে। ফলে স্বস্তি ফিরেছে সাধারণের মাঝে। জনভোগান্তি থেকে মুক্তি পেয়েছে চট্টগ্রামবাসী। নিরাপদ সড়ক দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ‘নিরাপত্তার’ অজুহাতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।

সোমবার (৬ আগস্ট) সকাল থেকে নগর ও জেলায় গণপরিবহন চলাচল শুরু হয়।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে গাড়ি চলাচল শুরু করেছে।

ইপিজেড এলাকার যাত্রীর সাথে কথা বলে জানা যায়, গত কয়েক দিন গণপরিবহণ বন্ধ থাকায় তাদের দূর্ভোগের শেষ ছিলনা। পায়ে হেটে কর্মস্থলে যেতে হয়েছে। আজ স্বস্তি ফিরেছে তাদের মাঝে। সকালে অফিসের বরাদ্দ করা বাস দেখে ভালো লেগেছে অনেক গার্মেন্টস কর্মীর।

এদিকে সোমবার সকাল থেকে নগরের অক্সিজেন মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, ২ নম্বর গেইট, কালুরঘাট, আন্দরকিল্লা মোড়, নিউ মার্কেট, কাজির দেউরি, শাহ আমানত সেতু, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় গণপরিবহন চলাচল করছে। বিভিন্ন কাউন্টার থেকে দূরপাল্লার বাস ছাড়ছে।

সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার, রিকশাসহ বিভিন্ন যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে গণপরিবহণের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেকাংশে কম।

শেয়ার করুন