ডায়াবেটিক মেলায় পুষ্টিবিদ হাসিনা আকতার
‘বংশে নাই, বয়স হয়নি এমন শিশুরও ডায়াবেটিস হচ্ছে’

চট্টগ্রাম : ‘প্যাকেটজাত খাবারে মাত্রাতিরিক্ত টেস্টিং সল্ট দেয়া হয়। ১০ টুকরা চিপস খেলে শিশু ১২০ ক্যালরি খেয়ে ফেলে। শিশু আর স্বাভাবিক খাবার খেতে চায় না। তাই বংশে নাই, বয়স হয়নি এমন শিশুরও ডায়াবেটিস হচ্ছে।’

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর জাকির হোসেন সড়কের চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তিন দিনব্যাপী সপ্তম ডায়াবেটিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাসপাতালের প্রধান পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি শিশুর ডায়াবেটিস রোগ সৃষ্টি সম্পর্কে এসব কথা বলেন।

তিনি বলেন, এ হাসপাতালের অধীনে ১৮ বছরের নিচে ৭২০ জন শিশু ডায়াবেটিস রোগী আছে। তারা ভয়কে জয় করেছে। ভালো রেজাল্ট করছে। আমরা মাসে একবার তাদের দেখে আসি। শুক্রবার তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেবে সাধারণ বাচ্চাদের সাথে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন-‘ডায়াবেটিক হাসপাতালে রোগীর সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ডায়াবেটিক জেনারেল হাসপাতাল রোগীদের প্রতিষ্ঠান। রোগীদের কল্যাণেই এ হাসপাতালের যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

গরিব রোগীদের জন্য ৮০ কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে উল্লেখ করে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন- ‘পাঁচ বেলা খাবার দিই। ৩৫টি কেবিন আছে। রোগীরা হাঁটার জন্য ওয়াকওয়ে করেছি। আউটডোরে এসির ব্যবস্থা আছে। দু-তিন মাসের মধ্যে ক্যান্টিন আধুনিক করা হবে। আমরা পুষ্টিসেবা দিয়ে থাকি। পাঁচ-সাতজন পুষ্টিবিদ আছেন। এ সেবা ডাক্তার দিতে পারেন না।’

সকালে হাসপাতালের শিশু বিভাগের রোগী বিকাশ ধর ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

হাসপাতালের পরিচালক ডা. নওশেদ আহমেদ খান বলেন, ‘ডায়াবেটিস হলো রোগের পিতা। ২৭ বছর ধরে এ হাসপাতাল সেবা দিচ্ছে। আমরা শুধু প্রেসক্রিপশন দিয়ে ক্ষান্ত হই না। এক ছাদের নিচে সব সেবা দিচ্ছি। আমরা রোগীদের শিক্ষা দিচ্ছি, কাউন্সেলিং করছি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাবেদ আবছার, শাহনেওয়াজ খান, কার্যনির্বাহী সদস্য হাসান মুরাদ, ড. সানাউল্লাহ, রাকিবুল ইসলাম, অ্যাডভোকেট আকতার হোসেন, সৈয়দ মোরশেদ হোসেন, জয়শান্ত বিকাশ বড়ুয়া, লায়ন শামসুল আলম প্রমুখ।

১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ডায়াবেটিস রোগীদের ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পথ্যের ৩৫টি স্টল রয়েছে।

শেয়ার করুন