হাটহাজারী আ’লীগ সভাপতি মো. ইসমাইলের ইন্তেকাল

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাটহাজারী প্রেস কাবের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য অধ্য মো. ইসমাইল (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে———রাজেউন)।

সোমবার (৬ আগস্ট) দুপুরে হাটহাজারী পৌরসভার আলমপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি জটিল কিডনী রোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ভাই-বোন, স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। হাটহাজারী বড় মাদ্রাসা মাঠে রাত নয়টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অধ্যক্ষ মো. ইসমাইল এর মৃত্যুতে পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব মো. আবুদল করিম, বাংলাদশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক), বিএনপির ভাইস-চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা এস. এম. ফজলুল হক, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, ভাইস-চেয়ারম্যান নাছির উদ্দিন মুনির, মহিলা ভাইস-চেয়ারম্যান ডা. মনোয়ারা বেগম, কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ জাফর আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক মাহমুদ সালাহ্উদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ইউনুচ গণি চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, হাটহাজারী কলেজের অধ্য মির কফিল উদ্দিন, সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ,হাটহাজারী প্রেস কাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারন সম্পাদক মনসুর আলী, সিনিয়র সহ-সভাপতি শিমুল মহাজন, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম পারভেজ,দপ্তর সম্পাদক মো. আবু তালেব, নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল,সাংবাদিক দিদারুল আলম দুলাল, সাবেক সভাপতি এস এম জামাল উদ্দীন, সাধারন সম্পাদক হাসান মকুল, অর্থ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাংবাদিক আতাউর রহমান, মোহাম্মদ আল আজাদ, নাজিম উদ্দীন, আলাউদ্দীন, হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ম. জসিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আজম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রহমান রাসেল প্রমুখ।