সৌদি আরব ২ নারী অধিকারকর্মীকে জেলে পাঠিয়েছে

নারীদের গাড়ি ও বিমান চালানোর অনুমতি দিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার তৈরি করা ভিশন-২০৩০ এর গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নারীর অধিকার প্রতিষ্ঠা। তবে কার্যত নারীদের বলিষ্ঠ মতামত প্রদানকে সহ্য করছে না দেশটি।

সোমবার (৬ আগষ্ট) সামার বাদাওয়ি ও নাসিমা আল সাদাহ নামে দুজন নারী অধিকার কর্মীকে জেলে পাঠিয়ে তারই প্রমাণ দিলেন ক্রাউন প্রিন্স।

এদের মধ্যে বাদাওয়ি ২০১২ সালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট হতে ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

সম্প্রতি এই দুই নারী কর্মী সৌদি আরবের বিতর্কিত অভিভাবকত্ব আইনের সমালোচনা করেছিলেন। আইনটিতে যে কোন নারী বিয়ে, কাজ বা ভ্রমণ করার জন্য অভিভাবকের অনুমতি নিতে বাধ্য।