জরিমানা আদায়, সতর্ক
ভ্রাম্যমাণ আদালত দেখেই দোকান বন্ধ করে পালিয়ে গেলো ওষুধ ব্যবসায়ী

ভ্রাম্যমাণ আদালত দেখে দোকান বন্ধ করে পালিয়ে গেলো ওষুধ ব্যবসায়ী। ছবি : এমএ হান্নান কাজল

চট্টগ্রাম : ভ্রাম্যমাণ আদালত দেখেই দোকান বন্ধ করে পালিয়ে গেলো ওষুধ বিক্রেতা। এসময় আদালত দুটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন। ভেজাল, নিম্নমান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় বিষয়ে সতর্ক করেন।

মঙ্গলবার (৭ আগষ্ট) দুপুর সোয়া বারোটায় নগরীর অক্সিজেন মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানকালে হাফসা-হানিফ ফার্মেসীকে ১৫ হাজার টাকা এবং মার্ক ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।

দোকান বন্ধ করে পালিয়ে যায় কেয়ার এণ্ড কিউর ফার্মেসী, অক্সিজেন ফার্মেসী ও আল-শেফা ফার্মেসী।

এসময় স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এসব দোকানে নিম্নমান ও ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করা হয়। অভিযোগ রয়েছে পালিয়ে যাওয়া দোকানগুলোতে বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয় করে আসছে বহুদিন।

শেয়ার করুন