তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করুণানিধির মৃত্যু

ভারতের তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী এম করুণানিধি মারা গেছেন। দীর্ঘ ছয় দশক ধরে তামিল রাজনীতি নিয়ন্ত্রণ করে আসা ডিএমকে পার্টির এ নেতা গত ১১ দিন চেন্নাইয়ের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

মঙ্গলবার (৭ আগস্ট) হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

৯৪ বছর বয়স্ক করুণানিধিকে গত ২৬ জুলাই কাবেরি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মূত্রনালীর সংক্রমণে ভুগছিলেন। দুইদিন পর রক্তচাপ কমে গিয়ে তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়লে তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়।

১৯২৪ সালের ৩ জনু তৎকালীন থানজাভুর জেলার ছোট্ট একটি গ্রামে জন্ম নেন করুণানিধি।

১৯৫৩ সালে ‘কাল্লাকুদি’ আন্দোলনের মাধ্যমে ডিএমকে’র এই তরুণকর্মীর নাম ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। ওই আন্দোলনের সময় তিনি চলন্ত ট্রেনের সামনে রেললাইনের উপর শুয়ে পড়েছিলেন। ১৯৬৭ সালে কংগ্রেসকে হটিয়ে তামিল নাড়ুর ক্ষমতায় আসে ডিএমকে। তারপর আর পেছনে তাকাতে হয়নি।

১৯৬৯ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ডিএমকে প্রধান আন্নাদুরাইয়ের মৃত্যুর পর করুণানিধি মুখ্যমন্ত্রী হন। তখন তার বয়স ৪৮ বছর। পাঁচ বার তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগতভাবে জীবনে কখনো তিনি কোনো নির্বাচনে হারেননি বলে জানায় এনডিটিভি।