টেকনাফে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

আটক যুবলীগ নেতা মোহাম্মদ মুছা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আলাদা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক যুবলীগ নেতাকেও আটক করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী ২নং ওয়ার্ড এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ মুছাকে (২৬) ইয়াবাসহ আটক করা হয়। তিনি একই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের নেতা। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুল ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব-৭ টেকনাফ-১ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে টেকনাফের উত্তর লম্বরীর মাদ্রাসা সামনে একটি অটোরিকশায় করে ইয়াবা পাচার হচ্ছে- এমন খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মোহাম্মদ মুছাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি পলিথিন মোড়ানো ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক দাম ১ কোটি টাকা।

লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব আরও জানান, মোহাম্মদ মুছা একজন মাদক ব্যবসায়ী। ইয়াবা পাচারের জন্য ব্যবহৃত অটোরিকশাও জব্দ করা হয়েছে। মাদকের মামলা দিয়ে মুছাকে থানায় সোপর্দ করা হবে।

শেয়ার করুন