তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

আনোয়ারায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার আদালত চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা চলবে শুক্রবার (১০ আগস্ট) পর্যন্ত। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার
হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসানুজ্জামান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সরোয়ার আলম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ।

মেলায় উপজেলার বিভিন্ন নার্সারী ও সরকারি বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।