সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে জেইউজি’র মানববন্ধন

ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)।

বুধবার (৮ আগস্ট) বিকাল ৩টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে এই কর্মসূচী পালন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক শাহ শামসুল হক রিপন, দৈনিক আলোকিত বাংলাদেশের গাজীপুর প্রতিনিধি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী (বাদল), দৈনিক যোগফল সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান বাদল, নিউজ টুডে’র গাজীপুর প্রতিনিধি ফিরোজ লাভলু, সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক এস এম হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসাইন, পেশাজীবী নেতা অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় সাংবাদিকরা বলেন, সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান সাংবাদিকরা।

গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইর মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক এ মানববন্ধনে অংশ নেন।