চট্টগ্রামে শেখ কামাল ফুটবল টুর্নামেন্ট শুরু শনিবার

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে শনিবার। এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এমএ লতিফ এমপি। ছবি: এমএ হান্নান কাজল

চট্টগ্রাম : শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ১৮ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ সহ ছয়টি দেশের আটটি দল অংশ নিবে। পাঁচটি বিদেশি ও তিনটি দেশি ফুটবল ক্লাব রয়েছে।

বিদেশি ক্লাব : কোরিয়ার পসিয়ন সিটিজেন ফুটবল ক্লাব, আফগানিস্তানের সাহেন আসমাঈয়ি এফসি, কাজাখস্তানের এফসি অলগা, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, নেপালের মানাং মারসায়াংদি। বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং ঢাকা মোহামেডান।

সাইফ পাওয়ার টেকের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত টুর্নামেন্টের আয়োজন করেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড।  এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অতিথিদের সাথে আয়োজক কমিটির চিফ কো-অর্ডিনেটর তরফদার রুহুল আমিন।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সংসদ সদস্য এম এ লতিফ, টুর্নামেন্ট আয়োজক কমিটির মহাসচিব সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজক কমিটির চিফ কো-অর্ডিনেটর তরফদার রুহুল আমিন, মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিক আলী আব্বাস প্রমুখ।

আয়োজক কমিটির চিফ কো-অর্ডিনেটর তরফদার রুহুল আমিন বলেন, দ্বিতীয়বারের মতো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। ফুটবলকে জনপ্রিয় করতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় চট্টগ্রামে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা করতে পারছি। এসময় তিনি টুর্নামেন্ট সফল করার জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংসদ সদস্য শামসুল হক চৌধুরী বলেন, এত বড় টুর্নামেন্টে ত্রুটি-বিচ্ছুতি হতে পারে। তা সংশোধনের সুযোগ দিয়ে টুর্নামেন্ট সফল করতে সাংবাদিক ভাইরা আমাদের সার্বিক সহযোগিতা করবেন বলে আশা করছি।

চট্টগ্রাম আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সংসদ সদস্য এম এ লতিফ বলেন, প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় দ্বিতীয়বারের মতো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে।  চট্টগ্রামবাসী যতদিন চাইবে ততদিন এই চট্টগ্রামের মাটিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট সফল করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।

প্রথম রাউন্ডে টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে গ্যালারি দর্শকদের জন্য ৫০ টাকা ও প্যাভিলিয়নের দর্শকদের জন্য ১০০ টাকা। সেমিফাইনালে গ্যালারি ১০০ টাকা এবং প্যাভিলিয়ন ২০০ টাকা। ফাইনাল খেলায় টিকেটের দাম গ্যালারির দর্শকদের জন্য ৩০০ টাকা ও প্যাভিলিয়নের দর্শকদের জন্য ৫০০ টাকা।

টুর্নামেন্ট চলবে ২ মার্চ পর্যন্ত। এর আগে ঢাকায় লোগো উন্মোচন করার সময় টুর্নামেন্টের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

শেয়ার করুন