ফেনসিডিলসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএস ও সহযোগী গ্রেফতার

চট্টগ্রাম : সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ‘সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস)’ ও তার এক সহযোগীকে ২৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পু্লিশ।

শুক্রবার (১০ আগস্ট) মধ্যরাতে নগরের কোতোয়ালি থানার চৈতন্যগলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন-চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকার এসএম কামাল উদ্দিনের ছেলে মো. মোশাররফ উদ্দিন (৪৩) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকার আবু তাহেরের ছেলে মোহাম্মদ খলিল আহমদ (৪১)।

গ্রেফতার হওয়া মোশাররফ বিএনপির সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খানের ‘এপিএস’ এবং খলিল তার সহযোগী বলে জানা গেছে। গ্রেফতারের পর পুলিশের কাছেও এমন পরিচয় দিয়েছে মোশাররফ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে চৈতন্যগলি এলাকা থেকে ২৪৫ বোতল ফেনসিডিলসহ সাবেক এক মন্ত্রীর এপিএস দাবি করা মোশাররফ ও তার সহযোগী খলিলকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি গ্রে রংয়ের প্রাইভেট কারে এসব ফেনসিডিল নিয়ে এসেছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িত আমিনুল্লাহ, মনসুর ও পারভীন নামে আরও তিনজন পলাতক রয়েছে। তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে করে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া খলিলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২০১৭ সালে দায়ের করা একটি মাদকের মামলা রয়েছে।

শেয়ার করুন