মোহাম্মদপুরে বস্তির দেড়শ ঘর পুড়ে ছাই

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের চান মিয়া হাউজিং বস্তিতে আগুনে দেড়শ ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, বস্তির দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এ

বস্তির বাসিন্দা মনিরের দোতলা ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তারা বলেন-প্রথমে মনিরের ঘরেই আগুন দেখা গেছে। তার ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা না গেলেও ফায়ার সার্ভিস সদস্যদের ধারণা, মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

বস্তির বাসিন্দারা ঘরবাড়ি হারিয়ে আহাজারি করতে দেখা গেছে।কেউ কেউ নাশকতার অভিযোগও তুলেছেন। পুলিশও ঘটনাস্থলে তদন্ত করে দেখছে।

শেয়ার করুন