নাইক্ষ্যংছড়ি এম.এ কালাম ডিগ্রী কলেজ সরকারি হওয়ায় অানন্দ র্যালী

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের প্রাণকেন্দ্রে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নাইক্ষ্যংছড়ি হাজী এম.এ কালাম ডিগ্রী কলেজ। কলেজটি সরকারি হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বাধঁভাঙ্গা আনন্দ প্রকাশ করেছেন।

গত রবিবার (১২ আগস্ট) কলেজটি সরকারি হওয়া লক্ষ্যে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও কলেজ প্রতিষ্ঠাতা হাজী এম.আবুল কালামকে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এক বিশাল আনন্দ র্যালী বের করা হয়।

উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে মিলিত হয়। কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো শফি উল্লাহ, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি থানা ওসি তদন্ত মো. জায়েদ নূর, পরিচালনা পর্ষদের সদস্য মো. আমিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু, উফোছা মার্মা, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল শফি, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগ সহ-সভাপতি হোসেন আহাম্মেদ, সাধারণ সম্পাদক মো, আলী হোসেন মেম্বার, যুব নেতা ফাহিম ইকবাল চৌধুরী খাইরু, উপজেলা ছাত্রলীগ সভাপতি বরুল্লাহ কবির বিন্দু, সাধারণ সম্পাদক উবাচিং মার্মা, কলেজ ছাত্রলীগ সভাপতি ইরফান মাহাবুব রায়হান, সধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমূখ।

এই সময় অধ্যাপক মো. শফি উল্লাহ বলেন, কলেজটি গত ৩০ জুলাই ২০১৬ সালে জাতীয়করণের তালিকাভূক্ত হয়। পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রি বীর বাহাদুর এমপির সুপরামর্শ ও সহযোগিতার ফসল এই বিশাল অর্জন। এই কলেজকে সরকারিকরণ ঘোষণা করে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি হওয়া ১২ আগষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রজ্ঞাপন দেখে উল্লাসে মেতেছেন অনেকেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে কলেজ সরকারি করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান উপজেলার অনেকেই। এছাড়া বঙ্গবন্ধু ও তাঁর পবিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। খুশির খবরে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ হয়েছে উপজেলার বিভিন্ন জায়গায়।

শেয়ার করুন