সুনামগঞ্জে কৃষক হত্যায় ১ জনের মৃত্যুদন্ড

সুনামগঞ্জের কৃষক হত্যায় এক জনের মৃত্যুদন্ড ও অপর একজনকে যাবৎ জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার (১৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত ব্যক্তি হলেন সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে ইদ্রিছ মিয়া ও যাবৎজীবন দন্ডপ্রাপ্ত হলেন ইদ্রিছ মিয়ার ভাই বাবুল মিয়া।

মামলা সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের কৃষক আব্দুল করিমের সাথে একই এলাকার ইদ্রিছ মিয়ার সাথে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১০ সালের ২ আগষ্ট সন্ধ্যায় আব্দুল করিমকে একা পেয়ে ইদ্রিছ মিয়া ও বাবুল মিয়া ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু হয়।

এঘটনায় তার ভাই নোয়াব আলী বাদী হয়ে দশজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ তিনজনের নামে অভিযোগ পত্র জমা দেয়। এরপর মামলার বিচার কাজ শুরু করেন আদালত।

রাষ্ট্র পক্ষের আইনজীবি সুহেল আহমদ ছইল মিয়া জানান, অভিযোগ প্রমানিত না হওয়ায় নজরুল ইসলাম নামের একজনকে খালাস দেয় আদালত।