বিরোধ-কোন্দলে ধুকছে আওয়ামী লীগ

আগামী ২০ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরেও বিরোধ

এবিএম মহিউদ্দিন চৌধুরী, আ জ ম নাছির উদ্দিন, সাইফুদ্দিন চৌধুরী জাবেদ, মোছলেম উদ্দিন আহমদ, হাসিনা মহিউদ্দিন, রেখা আলম চৌধুরী, হাসিনা মান্নান এবং ওয়াসিকা আশেয়া খান।

চট্টগ্রাম : দলীয় কোন্দলে ধুকছে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতৃত্বে ডাণ্ডা লড়াই এখন জনসমক্ষে। নগর মহিলা আওয়ামী লীগ বিভক্ত। রয়েছে কমিটির পাল্টা কমিটি। দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগও গ্রুপিং-বিভক্ত। ব্যক্তির আক্রোশে ধুকছে দল, পুড়ছে সম্পদ। ভাংছে দলীয় শৃংখলা। দিন দিন গ্রুপিং-বিভক্তির পরিধি বাড়ছে। যা আগামী জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা।

দলীয় অর্ন্তকোন্দলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে-বলার অপেক্ষা রাখে না। দেশের চলমান উন্নয়নের স্বার্থেই অন্তর্কোন্দল নিরসনে কেন্দ্রীয় কমান্ড পদক্ষেপ নেবে-এমন আশাবাদ সাধারণ মানুষ এবং তৃণমূল নেতাকর্মীদের।

কোন্দল-বিরোধ রয়েছে মহানগরে এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে আ জ ম নাছির উদ্দিন। নগর মহলিা আ’লীগে হাসিনা মহিউদ্দিনের সাথে রেখা আলম চৌধুরী এবং তপতী সেনগুপ্তার অনুসারীরা কোন্দলে জড়িত। দক্ষিণ জেলা আওয়ামী লীগে মোছালেম উদ্দিন এবং সাইফুদ্দিন চৌধুরী জাবেদ। দক্ষিণ জেলা মহিলা আ’লীগে হাসিনা মান্নান-চেমন আরা তৈয়ব এবং ওয়াসিকা আয়েশা খান-শামিমা হারুন লুবনার অনুসারী এবং নেতাকর্মীরা। তাদের পরস্পর বিরোধী অবস্থান দলীয় সভা-সমাবেশে ফুটে উঠছে। ধাওয়া-পাল্টা ধাওয়া কিংবা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পরে যুবলীগ ছাত্রলীগ কর্মীরা।ক্ষেত্রবিশেষে প্রাণসংহারের ঘটনাও ঘটে। সম্প্রতি এমন ঘটনার মাত্রাও বৃদ্ধি পাচ্ছে।

নগর মহিলা আ’লীগের সম্মেলনে দলীয় বিরোধ প্রকাশ পায়। যে কারণে সম্মেলনের পর দিনই ঘোষণা করা হয় পাল্টা কমিটি। এখন মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি দুটি। দুটি ধারায় বিভক্ত মহিলা আওয়ামী লীগ। দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে আগামী ২০ ফেব্রুয়ারী। সম্মেলনের স্থান নির্ধারণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ওইসব বিতর্কে জড়িয়ে পরছেন দক্ষিণ জেলা আ’লীগের শীর্ষ নেতা মোছলেম উদ্দিন আহমদ।

সূত্র জানায়, দুই দশক পর হতে যাওয়া দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন ২০ (সোমবার) ফেব্রুয়ারি। তবে ভেন্যু নিয়ে মহিলা লীগের একাংশের সঙ্গে বিরোধে জড়িয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।

দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের একাংশ শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে কর্ণফুলী থানা এলাকায় সম্মেলন করতে আগ্রহী। আর মোছলেম উদ্দিন চাইছেন নগরীতে সম্মেলন করতে।

গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউজে আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য বেগম ফজিলতুন্নেছা ইন্দিরার ‍উপস্থিতিতে দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও মহিলা লীগের যৌথ সভা হয়।

সূত্রমতে, সভায় মোছলেম উদ্দিন চট্টগ্রাম নগরীতে কোন সুবিধাজনক স্থানে সম্মেলন করার প্রস্তাব করেন। হাসিনা মান্নান ও চেমন আরা তৈয়বরা এর বিরোধিতা করে কর্ণফুলী থানা এলাকায় সম্মেলন করার প্রস্তাব করেন। সম্মেলনের স্থান নিয়ে কোন সিদ্ধান্ত ‍ছাড়াই যৌথ সভা শেষ হয়।

মোছলেম বিরোধী দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেমন আরা তৈয়ব বলেন, আমরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ যারা মহিলা আওয়ামী লীগের কমিটিতে আছি তারা সবাই কর্ণফুলী থানার এস আই স্কয়ারে সম্মেলন করতে আগ্রহী। দক্ষিণ চট্টগ্রামের মহিলা লীগের সব উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকও চান সেখানে সম্মেলন করতে।

‘বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়াসহ দূরদূরান্ত থেকে মহিলারা আসবেন। তারা যাতায়াতের সুবিধার জন্য নগরীতে যেতে আগ্রহী নন। এজন্য আমরা এস আর স্কয়ার প্রাথমিকভাবে নির্ধারণ করে কেন্দ্রের সিদ্ধান্ত চেয়েছি। কেন্দ্র থেকে আমাদের বলা হয়েছে সুবিধাজনক স্থানে সম্মেলন করতে।’ বলেন চেমন আরা

মোছলেম উদ্দিন বলেন, সর্বশেষ যে সম্মেলন হয়েছিল সেটাও হয়েছিল নগরীতে। উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনও হয়েছে নগরীতে। তাহলে দক্ষিণ জেলারটা কেন উপজেলায় নিতে হবে ? উপজেলায় সম্মেলন করলে তো সেটা উপজেলা সম্মেলন হবে, জেলা সম্মেলন হবে না। আমি চাই মুসলিম হলে সম্মেলন হোক।

প্রয়াত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সারের মেয়ে সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল হারুনের মেয়ে শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের পরিচিত মুখ দীপিকা বড়ুয়া, ববিতা বড়ুয়া, অ্যাডভোকেট পাপড়ি সুলতানা ও জীবন আরাসহ একটি অংশ আছে মোছলেম উদ্দিনের সঙ্গে।

আর দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ হাসিনা মান্নান, চেমন আরা তৈয়বসহ আরেকটি অংশ সাম্প্রতিক রাজনীতিতে মোছলেম উদ্দিনের বিরোধী হিসেবে আছেন। তারা ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থন পাচ্ছেন বলে প্রচার আছে।

দক্ষিণ চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে মোছলেম এবং জাবেদের নেতৃত্বে পরস্পরবিরোধী দুটি গ্রুপ সক্রিয়।

১৯৯৮ সালে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল।

দুই দশক পর হতে যাওয়া এই সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য বেগম ফজিলতুন্নেছা ইন্দিরা। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সাফিয়া খাতুনের সম্মেলন উদ্বোধনের কথা রয়েছে।

এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দীপু মণিকে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন চেমন আরা তৈয়ব।

শেয়ার করুন