শাহ আমানত থেকে দেড় কোটি টাকার সোনা জব্দ

হজরত শাহ আমানত বিমানবন্দর থেকে দেড় কোটি টাকার ৩২টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

বুধবার (১৫ আগস্ট) সকালে দুবাই থেকে আগত একটি বিমানে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৩ কেজি ওজনের ওই বারগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।

শুল্ক গোয়েন্দা জানায়, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর ইউনিটের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে সকাল ৮টায় দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় প্রাপ্ত একটি ব্যাগ থেকে মোট ৩২টি সোনার বার জব্দ করা হয়।

২৪ ক্যারেটের এই সোনার মোট ওজন ৩ কেজি ৭৩০ গ্রাম ও এর আনুমানিক মূল্য এক কোটি ৬৯ লাখ টাকা। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন