প্রথমবারের মতো মহাশূন্যে মানুষ পাঠাবে ভারত

দিল্লির লালকেল্লায় ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; ১৫ অগাস্ট, ২০১৮। রয়টার্স

দিল্লির লালকেল্লায় ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রথমবারের মতো ২০২২ সালে ভারত মহাশূন্যে মানুষ পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার (১৫ আগস্ট) মোদী ঘোষণাটি দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মোদীর ঘোষণা বাস্তবায়িত হলে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর মহাশূন্যে মানুষ পাঠানো চতুর্থ দেশ হবে ভারত।

মোদী বলেছেন, “আগামী ২০২২ এ যখন ভারত স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করবে তখন ভারতের একজন পুত্র অথবা একজন কন্যা তেরঙ্গা (ভারতের জাতীয় পতাকা) হাতে নিয়ে মহাশূন্যে যাবে।”

ভারতের মহাকাশ সংস্থা আইএসআরও ২০২২ এর ওই মহাকাশ মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।