সড়ক দূর্ঘটনায় ফটিকছড়ির চেয়ারম্যানসহ আহত ৪

চট্টগ্রাম : ফটিকছড়ি উপজেলার ৩ চেয়ারম্যানসহ ৪ জন ঢাকা থেকে আসার পথে কুমিল্লা এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে কাঞ্চন নগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, পাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম ছরওয়ার হোসেন স্বপন, হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী এবং কন্ট্রাক্টর মহসিন হায়দার প্রাইভেটকারযোগে ঢাকা থেকে আসার সময় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুমিল্লা সেনানিবাস হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের ভর্তি করা হয়।