ইয়াবা সম্রাট ছিদ্দিক আত্মগোপনে, সাম্রাজ্য নিয়ন্ত্রনে স্ত্রী-পুত্র!

বাহাদুর, রবিউল, ফরিদ ও ছিদ্দিক। ওরা সবাই মুকুটহীন ইয়াবা সম্রাট। ছবি : প্রতিনিধি

চৌধুরী সুমন / আইউব মুহাম্মদ (কক্সবাজার) :: দেশের সীমান্ত জনপদ টেকনাফে ইয়াবা ডন সিদ্দিক পরিবারের জমজমাট ইয়াবা বাণিজ্য থেমে নেই। দেশব্যাপী ইয়াবা পাচারে প্রশাসনের চোখ ফাঁকি দিতে পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট গাড়ীতে সরকারী লগো ব্যবহারের অভিযোগ রয়েছে এ সিন্ডিকেটের বিরুদ্ধে। গ্রেফতার এড়াতে পরিবারিক সিন্ডিকেটটি আত্মগোপনে থাকলেও ব্যবসা চালিয়ে যাচ্ছে সিদ্দিকের পুত্র রবিউল। এদের বিরুদ্ধে হত্যা, ভূমিদস্যুতা, অগ্নি সংযোগসহ বিস্তর সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।

স্থানীয় তৃতীয় সারির এক আওয়ামী নেতার আশ্রয়-পশ্রয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। মোস্টওয়ান্টেড চক্রটিকে গ্রফতারে তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উপজেলা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নজিরের পুত্র ছিদ্দিক, স্ত্রী ইয়াবা সুন্দরী রশিদা ও ছিদ্দিকের পুত্র ফরিদ আলম, রবিউল আলম এবং খলিলের পুত্র সাবেক ইউপি মেম্বার হামজালালের ছোট ভাই বাহাদুর, ছিদ্দিকের ভাই জালালের পুত্র জসিম নেতৃত্বে রমরমা ইয়াবা ব্যবসা চলছে।এ চক্রটি এতোটা শক্তিশালী যে এদের বিরুদ্ধে সংবাদ প্রচারতো দূরের কথা ভয়ে কেউ মুখ খোলার সাহসও রাখেনা।

অনুসন্ধানে জানা গেছে, বিগত ২০১৫ সালে ১৪ সেপ্টেম্বর নাজির পাড়া এলাকায় আধিপত্য বিস্তারসহ একটি জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দিবালোকে আজিজুল হক মার্কিন নামক এক যুবলীগ নেতাকে হত্যার মধ্য দিয়ে প্রশাসন ও মিডিয়ায় আসে সর্বপ্রথম। এর পর থেকেই চক্রটি পালিয়ে ঢাকা অবস্থান করার তথ্য উঠে এসেছে। পরর্তিতে প্রতিপক্ষকে ঘায়েল করতে গত ১০ আগষ্ট পরিত্যাক্ত ভূতুড়ে বাড়িতে আগুন লাগিয়ে সাজানো মামলা দায়েরের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন মামলার বাদী পক্ষ।

কে এই ছিদ্দিক রশিদা ফরিদ রবিউল বাহাদুর :
অনুসন্ধানে জানা গেছে, বিগত সময়ে এজাহারর কোং ট্রলার চালক হিসেবে চাকুরী করতো ছিদ্দিক। সাগর পথে টেকনাফ থেকে লবণ বোঝাই ট্রলার ঢাকা নারায়নগঞ্জ পৌঁছে দেওয়া ছিলো তার কাজ। কিন্তু অতিলোভে ট্রলারে করে চোরাচালান ব্যবসায় জড়িয়ে পড়লে ট্রলার মালিক পক্ষ ছিদ্দিক ওরফে ব্ল্যাক ছিদ্দিককে চাকুরীচ্যুত করে। এর পর থেকেই পরবর্তিতে স্থানীয় আওয়ামী নেতা হামজালালের হাত ধরে যানবাহন ব্যবসা শুরু করে। ব্যবসার দায়িত্ব তুলে দেয় তার বড় পুত্র ফরিদ আলমের হাতে।

আনুমানিক ২০০৮ সালের দিকে পিতা-পুত্র মিলে গাড়িতে বিশেষ কায়দায় টেকনাফ থেকে কক্সবাজার-চট্টগ্রাম হয়ে ঢাকায় ইয়াবা পাচার শুরু করে। বছর দু’এক না যেতেই পিতা পুত্রের ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে পড়ে তার শ্যালক বাহাদুর। টেকনাফ থেকে কখনো নৌপথে, কখনো সড়ক পথে আবার কখনো আকাশ পথে ইয়াবার চালান ঢাকা পাঠালে তা সরাসরি বাহাদুর তত্বাবধান করতো বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে।

বাহাদুর একসময় চাঁদের গাড়ি (জীপ) ড্রাইভার ছিলো। তার সন্ত্রাসী বাহিনীর হাতে বছর তিনেক আগে ইয়াবার ঘটনাকে কেন্দ্র করে শুক্কুর এবং আবুল হোসেন নামের দুই জনকেকে হত্যা করে ভয়ংকর সন্ত্রাসী হিসেবে পরিচিতি লাভ করে। এই ঘটনায় পলাতক হয়ে ইয়াবাকারবারী বাহাদুর সিলেট, ঢাকা ফার্মগেইট, মগবাজার, মহাখালী, মিরপুর শেওড়া পাড়া এলাকায় ইয়াবা সিন্ডিকেট গড়ে তুলে রাজার হালে বসবাস শুরু করে বলে বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।

অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর বছর খানেক আগে বাহাদুর এলাকায় ফিরে এসে হামজালালের ছত্রছায়ায় অবস্থান করতে থাকে। চলমান ইয়াবা বিরোধী অভিযান জোরদার হলে ফের আত্মগোপনে চলে যায়।এ চক্রটির ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফসহ দেশের বিভিন্ন জায়গায় শত কোটি টাকার নামে বেনামে সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

অদৃশ্য কারণে বাহদুর ও তার ভাগিনা রবিউল পার পেয়ে গেলেও দেশের বিভিন্ন থানায় সিদ্দিকের-পুত্র ও স্ত্রীর বিরুদ্ধে হত্যা, ভূমি দস্যুতা, জবর দখল, মানব পাচারসহ অন্তত ডজন মামলার তথ্য জানিয়েছে পুলিশ।

চলতি বছর ২৫ মার্চ প্রাইভেট গাড়িতে সরকারী লগো ব্যবহার করে ইয়াবা পাচার করার সময় চট্টগ্রাম ডিবি পুলিশের হাতে ৫০ হাজার ইয়াবাসহ আটক হয় জসিম নামের এক যুবক। সে ছিদ্দিকের ভাই জালালের পুত্র। আদালতে ১৬৪ ধারা জবান বন্দি মতে সিদ্দিকের পুত্র রবিউলের নাম উঠে আসে প্রশাসনের তালিকায়। এর পর থেকেই রবিউল আত্মগুপনে চলে যায়।

কয়েকটি শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিকের বরাতে জানা গেছে এদের নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে শ’খানেক ইয়াবা বহনকারী নারী-পুরুষ সদস্য রয়েছে। ছিদ্দিকের স্ত্রী ইয়াবা সুন্দরী রশিদা, পুত্র ফরিদসহ বেশ কয়েক দফা আইন প্র‍য়োগকারী সংস্থার হাতে ইয়ায়াবাসহ আটক হয়। পরে উচ্চ আদালত থেকে জামিনে বেড়িয়ে এসে আবার ব্যবসা শুরু করে।

অপরদিকে স্থানীয় সুত্র মতে, হামজালালের আওয়ামী রাজনীতির সাইনবোর্ড ব্যবহার করে তার ছত্রছায়ায় পারিবারিক সিন্ডিকেটটি সরাসরি ইয়াবা ও মানব পাচারে জড়িত_এমন অভিযোগ মানুষের মুখে মুখে। তবে বরাবরই হামজালাল ছিলো কৌশলী।

এদিকে হামজালাল যতোই সুফিয়ানা বেশ ধরে চলার চেষ্টা করছে সে ততোটা সুফি নয় বলে তার বিরুদ্ধে বেশ কিছু তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। গত ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারী দুই হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়া থানার চুনতি এলাকায় পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।

এবিষয়ে টেকনাফ মডেল থানার ওসি বাবু রঞ্জিত বডুয়া জানান, এই সিন্ডিকেটের বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন অপরাধে বেশ কিছু মামলা রয়েছে তৎমধ্যে কয়েকটি মামলায় জামিনে রয়েছে। তবে এরা পলাতক থাকার কারনে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছেনা। পুলিশ এসব ইয়াবা ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে ওসি বলেন, চক্রটি এখন আত্মগোপনে আছে। সঠিক তথ্য পেলে গ্রেফতার করা হবে, এব্যাপারে সকলের সহযোগীতা প্র‍য়োজন।