উচ্ছেদ অভিযানে বনরক্ষীদের গুলিতে নিহত ১

কক্সবাজারের ঈদগাঁও রিজার্ভ বনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করাকে কেন্দ্র করে বনরক্ষীদের সাথে স্থানীয় গ্রামবাসীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন গ্রামবাসী নিহত হয়েছে। আহত হয়েছেন ছয়জন বনরক্ষী। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও চাঁন্দের ঘোনা উছিন্না মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার মৃত মোহাম্মদ হোছেনের ছেলে মোস্তাক আহমদ (৩৫)।

অপরদিকে বনবিট কর্মকর্তা মামুন-উর রশিদ খাঁন, বনপ্রহরী আবদুল মান্নান, আবদুল মতিন, শহিদুল ইসলাম সোহাগ, মোহাম্মদ ছবুর আলী, আবদু রশিদ, কাজী আবদুল মালেক, সমির চন্দ্র গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, মোস্তাক আহমদসহ কয়েকজন লোক রিজার্ভ পাহাড়ী জমিতে ঝুঁপড়ি ঘর নির্মাণের চেষ্টা চালায়। এমন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও মেহের ঘোনা বিট কর্মকর্তা মামুন-উর রশিদ খাঁনের নেতৃত্বে একদল বন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এসময় উভয়পক্ষে মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোস্তাককে লক্ষ্য করে বিট কর্মকর্তা মামুন গুলি ছূুঁড়লে ঘটনাস্থলেই সে নিহত হয়। এতে এলাকাবাসী ও বন কর্মকর্তাদের সাথে দু’দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে বিট অফিসারসহ ৭জন কর্মচারী আহত হয়।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ জানান, নিহতের গলা, বুকে ও হাতে গুলির চিহ্ন রয়েছে।লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।