আদালতে হাজির না করে দুই বন্দিকে মুক্তি!
চট্টগ্রাম কারাগারের দুই ডেপুটি জেলার বরখাস্ত

চট্টগ্রাম : আদালতে হাজির করার পরিবর্তে দুইবন্দিকে মুক্তি দেয়ার ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন, কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন এবং আবদুর রউফ। কারা মহাপরিদর্শকের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়। এ সংক্রান্ত বুধবার রাতে এ বরখাস্ত আদেশ কারাগারে এসে পৌঁছে।

এর মধ্যে আবদুর রউফ কয়েক মাস আগে চট্টগ্রাম কারাগারে যোগদান করেন। আর মনির হোসেন প্রায় সাড়ে তিন বছর ধরে চট্টগ্রাম কারাগারে কর্মরত ছিলেন।

জানা গেছে বন্দি হাজিরার পরিবর্তে জামিননামা পাঠিয়ে কারাগার থেকে ইয়াবা মামলার দুই আসামির মুক্তির ঘটনায় প্রমাণিত হওয়ায় দুই কর্মকর্তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলো।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী দুই ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার রাতে দুই ডেপুটি জেলারকে বরখাস্ত সংক্রান্ত কারা মহাপরিদর্শকের দফতর থেকে পাঠানো একটি আদেশ ফ্যাক্স বার্তার মাধ্যমে হাতে পেয়েছি। অভিযুক্ত দু’জনকে বরখাস্ত করার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তারা অন্যজনকে কাজ বুঝিয়ে দিয়েছেন।

আদালত সূত্র জানায়, আসামি মুক্তি পাওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর কারা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান আদালত। কারা কর্তৃপক্ষ আদালতে দেয়া প্রথম ব্যাখ্যায় বলে, আদালত থেকে জামিননামা পাঠানোর পর যথারীতি দুই আসামিকে মুক্তি দেয়া হয়। জামিননামায় আসামি হাজিরার বিষয়টি উল্লেখ থাকলেও আদালতে দেয়া ব্যাখ্যায় সেটি এড়িয়ে যান।

শেয়ার করুন