ঈদের দিনে খালেদার সাক্ষাৎ পেলেন না বিএনপি নেতারা

ঈদের দিনে খালেদার সাক্ষাৎ পেলেন না বিএনপি নেতারা

পবিত্র ঈদুল আজহার দিনে খালেদা জিয়ার সাক্ষাৎ পাননি বিএনপির নেতাকর্মীরা। ঈদের নামাজশেষ করে বুধবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় নাজিম উদ্দিন রোডে পুরনো কারাগারে গিয়ে তারা ফিরে এসেছেন।

ঈদের দিন দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে পুরনো কারাগারের নাজিম উদ্দীন রোডে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ বিএনপির সিনিয়ার নেতারা। কিন্তু আগে থেকেই নাজিম উদ্দীন রোডের মাথায় ব্যারিকেড তৈরি করে রাখে পুলিশ। সেখানেই বিএনপি নেতাদের আটকে দেয়া হয়। ব্যারিকেড উপেক্ষা করে সামনের দিকে আগানোর চেষ্টা করেননি বিএনপি নেতারা।

এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তাদেরকে বলেন, ‘দেখা করার ব্যাপারে আমাদের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা নেই। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেলে আমরা দেখা করতে দিতাম।’

সিনিয়র নেতারা চলে যাওয়ার পর মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সমর্থকরা নাজিম উদ্দীন রোডে দাঁড়িয়ে স্লোগান দেন।

শেয়ার করুন