হাসপাতালে রমা চৌধুরীকে দেখতে গেলেন বিপ্লব বড়ুয়া

চট্টগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুক্তিযোদ্ধা, বরেণ্য সাহিত্যিক অসুস্থ রমা চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দেখতে গেলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শনিবার (২৫ আগস্ট) বেলা দুইটায় চমেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর কেবিনে যান তিনি। এসময় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া অসুস্থ রমা চৌধুরীর যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ ছাড়া তার চিকিৎসাসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা দেওয়ার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপ দপ্তর সম্পাদক বিজয় বড়ুয়া, সাতকানিয়া পৌরসভার মেয়র, মো. জোবায়ের, আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ হাশেম, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, লেখক আলাউদ্দিন খোকন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সনাতন চক্রবর্তী বিজয়, জগৎজ্যোতি বড়ুয়া, মো. আলাউদ্দীন, মোস্তাক আহমদ সিকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মঞ্জুর আলম, সেবিকা মিনা রানী শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন