হোটেল রাজমহল থেকে ২ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার : টেকনাফে আবাসিক হোটেলে মাদকবিরোধী যৌথ ট্রাস্ক ফোর্সের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮হাজার ৪’শ ৬০ পিস ইয়াব এবং ১লক্ষ ৬০ হাজার নগদ টাকা জব্দ করা হয়েছে।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিস সূত্র জানিয়েছে, রবিবার (২৬ আগষ্ট) উপজেলার বাস স্টেশন এলাকায় বিকেল ৪টায় হোটেল রাজমহল নামক একটি আবাসিক হোটেলের ১০২ নং কক্ষে অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা বিক্রির সময় নারায়নগঞ্জ এলাকার জালালের পুত্র মোঃ ডালিম (৩১) ও একই এলাকার আলী আকবরের পুত্র মোঃ সেলিম মিয়া (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

স্থানীয়দের মতে, আবাসিক হোটেলটি দীর্ঘ দিন যাবৎ পতিতা ব্যবসা ও ইয়াবা সেবনের আখড়া হিসেবে পরিচিত ছিল।আর এসব নিয়ন্ত্রন করতো হোটেলটির ম্যানেজার আবছার। আবছার নিজেও একজন ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অভিযানের সময় কৌশলে ম্যানেজার সটকে পরে।

এ ঘটনায় টেকনাফ সার্কেল পরিদর্শক আব্দুস সালাম বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।