ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
চট্টগ্রামের ইউনিক হেলথকেয়ারে ভ্রাম্যমাণ আদালতের তালা

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার জামালখান সড়কে চিটাগং বেলভিউ লিমিটেডে, ইউনিক ডায়গনস্টিক সেন্টার, অ্যাপেলো‍ ইনফরমেশন সেন্টার ও সেনসিভ প্রাইভেট লিমিটেডে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অনুমতি ছাড়া বিদেশি চিকিৎসক এনে সেবা দেওয়ায় ইউনিক হেলথকেয়ার নামের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহ হিল আজম, চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী এ অভিযানে অংশ নেন।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, “ইউনিক হেলথকেয়ার নামের ওই ক্লিনিকে বিদেশি ডাক্তার এনে সেবা দেওয়া হয় এবং তারা বিদেশে রোগী পাঠায়। কিন্তু এর জন্য কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি।”

এ কারণে প্রতিষ্ঠানটি ‘সাময়িকভাবে’ বন্ধ রাখতে বলা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী জানান।

শেয়ার করুন