নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

এম.লুৎফর রহমান: নরসিংদীর চরাঞ্চল শ্রীনগরে গোষ্ঠীগত দাঙ্গা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ হত্যাকান্ড ঘটে। নিহত আশকর আলী(৪৫) শ্রীনগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নরসিংদীর মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল করিমপুর ইউনিয়নের শ্রীনগর গ্রামে গোষ্ঠীগত দাঙ্গা ও আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামে ফজুর বাড়ী ও বদলী বাড়ির লোকজনের মধ্যে দ্বন্ধ চলে আসছিল। দ্বন্ধের জের ধরে উভয় পরিবারের লোকজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এরই মধ্যে সোমবার বিকেলে ফজুর বাড়ীর লোকজন বদলী বাড়ীর এক ছেলেকে থাপ্পর মারে। প্রতিবাদ করেন বদলী বাড়ীর লোকজন। এরই জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এসময় প্রতিপক্ষের হামলায় আশফাক আলী গুরুত্বর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী শহর ফাঁড়ির এস আই মিজানুর রহমান বলেন, একই গ্রামের দুইটি পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্ধের জেরে দুই পক্ষের লোকজনদের মধ্যে হামলা পাল্টা হামলায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে আশফাক মারা যায়।

অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা করা হবে।