কুতুব শরীফ দরবারে ভক্তের ঢল কুতুবদিয়ায়

মহিলাদের সার্বিক নিরাপত্তার স্বার্থে কোন প্যান্ডেলের ব্যবস্থা করা হবেনা বিধায় ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি কোন মহিলা দরবারে না আসার আহবান।

দলে দলে আসছে ভক্ত-আশেকান। ছবি: দরবারের প্রেস সচিব এইচ এম এহসান আল-কুতুবীর ফেসবুক থেকে নেয়া।

মানুষের ঢল নেমেছে কুতুবদিয়ায়। দলে দলে আসছে ভক্ত-আশেকান। উপমহাদেশের আধ্যাত্মিক সাধক, গাউসে মোখতার, হযরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রহ:)’র ১৬ তম বার্ষিক ওরশ্ ও ফাতিহা শরীফ আজ। তিনদিনের আয়োজনের শেষ দিন আজ (রবিবার) গভীর রাতে আখেরী মোনাজাত।

১৯১১ সালে কুতুবদিয়ার বিখ্যাত হাফেজ বংশে জন্মগ্রহণ করেন। ২০০০ সালের ১৯ ফেব্রুয়ারি লক্ষ লক্ষ ভক্ত রেখে ইহকাল ছেড়ে পরকালে গমন করেন। প্রতিবছর ৭ ফাল্গুন, ১৯ ফেব্রুয়ারি লাখো-কোটি ভক্ত, আশেকানদের অংশগ্রহণে এ মহা সম্মেলন অনুষ্ঠিত হয় ‘কুতুব শরীফ দরবারে’।

দরবারের প্রেস সচিব এইচ এম এহসান আল-কুতুবী জানান, আজ ওরশ ও ফাতিহা শরীফের প্রধান দিবস। তবে ১৭ ফেব্রুয়ারি থেকেই অনুষ্ঠানের শুরু। ওই দিন প্রথমবারের মত হেফজ প্রতিযোগিতা ও ১ ফেব্র মাধ্যমে শুরু হয়।১৮ ফেব্রুয়ারি ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, ওয়াজ মাহফিল, মোশায়েরা মাহফিল, স্মৃতিচারণ, হামদ-নাত ও বাবাজান কেবলার শানে বিভিন্ন গজল পরিবেশন করে দেশ-বিদেশের খ্যাতনামা ইসলামী সংগীত শিল্পীরা। ১৯ ফেব্রুয়ারি সারাদিন স্মৃতিচারন, হামদ-নাত ও বাবাজান কেবলার শানে গজল, জিকিরে বেলায়াত, ও দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরামদের বিষয় ভিত্তিক আলোচনা, দরবারের পরিচালকের সমাপনী ভাষণ ও গভীর রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরস ও ফাতিহা শরিফের সমাপ্তি ঘটবে।

দলে দলে আসছে ভক্ত-আশেকান। ছবি: দরবারের প্রেস সচিব এইচ এম এহসান আল-কুতুবীর ফেসবুক থেকে নেয়া।

ওরশ ও ফাতিহা শরীফে দেশ-বিদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, পেশাজীবী, সাংবাদিক, লেখক, গবেষক, বুদ্ধিজীবীসহ জাতি,ধর্ম-বর্ণ নির্বিশেষে লাখো লাখো ভক্ত, অনুরক্ত অংশগ্রহণ করবে। সকাল থেকেই দলে দলে আসতে শুরু করেছে ভক্তকুল।

কুতুব শরীফ দরবারের মহাসচিব হুমায়ুন কবির বাবুল জানিয়েছেন, ওরশ ও ফাতেহা শরীফ উপলক্ষে আধা কিলোমিটার এলাকাজুড়ে নির্মাণ করা হয়েছে ওয়াজ মাহফিল শ্রবনের প্যান্ডেল, ভক্তবৃন্দের থাকা-খাওয়া, রান্না-বান্নার প্যান্ডেল, উট, গরু, ছাগল, মহিষ জবাহের প্যান্ডেলসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা আলাদা খাবারের প্যান্ডেল।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ভক্ত-অনুরক্ত ও আশেকানদের আসা-যাওয়া, থাকা-খাওয়া, ইবাদাত বন্দেগীতে যাতে কোন প্রকারের বিড়ম্বনার স্বীকার হতে না হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুতুব শরীফ দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল-কুতুবী (ম:জি:আ:)। তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও হযরত বাবাজান কেবলার ওরশ্ ও ফাতেহা শরীফ যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জাতি,ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ওরস্ ও ফাতেহা শরীফ সফল করত: বাবাজান কেবলার রূহানী ফয়েজ হাসেল করার আহবান জানান।

শেয়ার করুন