জয়পুরহাটে ‘মানবাধিকারকর্মী’ চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার

জয়পুরহাটে এম এ কুদ্দুস ডলার (৩৩) নামে এক মানবাধিকারকর্মীকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার বামনপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে চাঁদাবাজির মামলায় জয়পুরহাট শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক।

গ্রেফতার কুদ্দুস ‘বাংলাদেশ মানবাধিকার সংবাদ সংস্থা’ জয়পুরহাটের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। ওই নামে শহরের কাশিয়াবাড়ি এলাকায় একটা কার্যালয় থাকলেও তার কোনো ধরনের অনুমতি আছে কিনা তা বলতে পারেনি পুলিশ।

পরিদর্শক মুমিনুল মামলার নথির বরাতে বলেন, শহরের দেবিপুর এলাকার শামসুদ্দিনের ছেলে আব্দুর রশীদের পারিবারিক সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে কুদ্দুস নগদ পাঁচ হাজার টাকা নেন।

পরে আরো এক লাখ ৪৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। রশীদ চাঁদা না দেওয়ায় তাকে ভয়ভীতি দেখালে তিনি থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনা বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন