বাঘাইছড়ি পৌরসভার নতুন মেয়র জাফর আলী খান

নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষায় শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহন !!

মেয়র জাফর আলী খান

নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষায় শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে । রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে ৩৭৯৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জাফর আলী খান। তিনি বাঘাইছড়ি পৌরসভার দ্বিতীয় মেয়র হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন ২২২৭ ভোট। বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের মোঃ ওমর আলী পেয়েছেন ১৭৯৮ ভোট। শনিবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় রিটার্নিং অফিসার মোঃ নাজিম উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে শান্তিপূর্ণভাবে শেষ হয় নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোট দেন ভোটাররা। শান্তিপূর্ন পরিবেশে ভোট দিতে পেরে স্বস্থি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষ জনক বলে জানান প্রতিদ্বন্ধি প্রার্থীরাও। শনিবার দেশের সীমান্তবর্তী বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলো। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন নিয়ে কোন প্রার্থী অভিযোগ করেননি বলে নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে। দেশের সর্ব বৃহৎ উপজেলা রাঙামাটির বাঘাইছড়িতে ২০০৪ সালে গঠন করা হয় পৌরসভা। শনিবার বাঘাইছড়ি পৌরসভার দ্বিতীয় নির্বাচনের ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি নব গঠিত নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন। তাই এ নির্বাচনের দিকে সারা দেশের মানুষের দৃষ্টি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাঘাইছড়ি পৌর এলাকার মানুষ।

শেয়ার করুন