টেকনাফ সীমান্তে পৌনে ২ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা বড়ি আটক করা হয়েছে।

বুধবার (২৯ আগস্ট)উপজেলার হ্নীলা জালিয়া পাড়া এলাকায় ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। ভোর রাতে টহলদল চার জন লোককে একটি বস্তাসহ জালিয়া পাড়া স্লুইচ গেইট বরাবর নাফ নদী পার হয়ে এপাড়ে অনুপ্রবেশ করতে দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহল দল পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে ১কোটি ৮০লক্ষ টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে ২ বিজিবি অধিনায়ক আছাদুদ জামান চৌধুরী সংবাদ নিশ্চিত করেছে।