প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা সফল করতে মতবিনিময় সভা
লালদীঘিতে নয়, বিএনপি’র জনসভা হবে নুর আহমদ সড়কে

জনসমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে লালদীঘি ময়দানে জনসভার অনুমতি পায়নি বিএনপি। শনিবার (১ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হবে দলীয় কার্যালয়ের সামনে শহীদ নূর আহমদ সড়কে। জনসভা সফল করতে সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

বৃহস্পতিবার (৩০ আগষ্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের একান্ত সচিব শহীদ ইকবাল। তিনি বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক লালদীঘি ময়দানে জনসভার জন্য অনুমতি চেয়ে সিএমপিতে আবেদন করা হয়েছিল। কিন্তু সে আবেদনে সাড়া পাওয়া যায়নি। তবে বিকল্প ভেন্যু হিসেবে নূর আহমদ সড়কে জনসভা করার অনুমতি দিয়েছে সিএমপি। তাই নুর আহমদ সড়কে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জনসমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড কমিটির বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সুশৃংঙ্খল ও শান্তিপূর্ণভাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, পেস্টুন, বাদ্যযন্ত্র নিয়ে উৎসবমূখর পরিবেশে মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়ে জনসমাবেশকে সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আগামী ১ সেপ্টম্বর শনিবার জনসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বন্দর থানা বিএনপি, মহানগর স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সহসাধারণ সম্পাদক সামশুল আলম, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী হানিফ সওদগার, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী,
সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী আজম, সদস্য এম এ সবুর, মো. নাছির, নগর জাসাস সভাপতি আবদুল মান্নান রানা, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খান, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি আসাদুজ্জামান দিদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নগর যুবদল নেতা সাইফুর রহমান শপথ, এরশাদ হোসেন, বন্দর থানা বিএনপি যুগ্ম সম্পাদক মো. হারুন, হাজী মো. হোসেন, মো. মুসা, গোসাইলডাংগা ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবীর সোহেল, সাধারণ সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল, বিএনপি নেতা মো. মজিদ, মো. জুবায়ের, ছাত্রদল নেতা মো. তানভীর, আল জাবের, বিএনপি নেতা মো. ইলিয়াছ, মো. ফোরকান, মো. ইসকান্দর মির্জা, মো. ফারুক, মো. কাঞ্চন, মো. জাবেদ, মো. ইকবাল, মো. আজম, মো. আরজু, মো. কামাল প্রমুখ।

শেয়ার করুন