শেয়ার কেলেঙ্কারি
আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শেয়ার কেলেঙ্কারির মামলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন শেয়ারবাজার-বিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩০ আগস্ট) এ মামলায় অভিযোগ (চার্জ) গঠন করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ৭ আগস্ট অলিম্পিক ইন্ডাস্ট্রিজ মামলায় চার্জ গঠনের তারিখ নির্ধারিত ছিল। তবে বাদী-বিবাদী উভয় পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে ২৯ আগস্ট করা হয়। তার আইনজীবী বোরহান উদ্দিন ও মোশাররফ হোসেন কাজল তাদের মক্কেলের উপস্থিতির জন্য সময় প্রার্থনা করলে বিচারক মো. আকবর আলী শেখ তা নাকচ করে দিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার পরবর্তী বিচারকাজের জন্য ট্রাইব্যুনাল আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। সেখানে মামলার বাদী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালক এমএ রশীদ খানের সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।

শেয়ার করুন