বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি বিএনপির

নাইক্ষ্যংছড়িতে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি বাজারস্থ অস্থায়ী বিএনপি কার্যালয়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে নব-নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আবছার সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি সধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক মওলানা মো, সুলতান, ফরিদুল আলম, উপজেলা স্বেচ্ছা-সেবকদলের সাধারণ সম্পাদক সাংবাদিক মো, ইউনুছ, দৌছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো, আয়াছ, উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান সোহেল, সাধারণ সম্পাদক আবু কাইসার, সাংগঠনিক সম্পাদক মো, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো, জিয়াউল হক, সাবেক ছাত্রনেতা মো, মিজানুর রহমান প্রমূখ।

এ সময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তিসহ নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনের দাবি জানান। পরে শতাধিক নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।