'ল্যান্সেট' সমীক্ষার তথ্য
বায়ুদূষণে প্রতি দুমিনিটে একজনের মৃত্যু ভারতে

বায়ু দূষণে হাঁসফাঁস ভারত। প্রতি দুই মিনিটে একজনের মৃত্যু হচ্ছে। সম্প্রতি এই সমীক্ষায় এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক চিকিৎসা জার্নাল ‘ল্যান্সেট’। সমীক্ষায় জানা যায়, ভারতে বায়ুদূষণের কারণে গত বছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। তবে এই জরিপটি চালানো হয়েছিল ২০১০ সালে। বিশেষজ্ঞদের মতে, এরপর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তবে এই দূষণের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে জলবায়ু পরিবর্তনের।

প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, উত্তর ভারতে ওই বায়ুদূষণের জন্যই ধোঁয়াশার পরিমাণ আগের চেয়ে বহু গুণ বেড়েছে। যে চারটি কারণে ভারতে অল্প বয়সে মৃত্যুর ঘটনা বাড়ছে, বায়ুদূষণ তার অন্যতম বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে।

সম্প্রতি, ভারতের ৪৮ জন শীর্ষ বিজ্ঞানীর করা সমীক্ষায় জানা যায়, দেশটির রাজধানী দিল্লি ও বিহারের পটনাই বিশ্বের সবচেয়ে দূষিত শহর। এদিকে অক্টোবরে দীপাবলী উৎসবের সময় দিল্লির বায়ুতে দূষণের মাত্রা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এক কোটি ৬০ লাখ মানুষের নগর দিল্লি বিশ্বের সবচেয়ে ধূষিত শহরগুলোর মধ্যে একটি।

শেয়ার করুন