সাংবাদিকদের আইজিপি
এমপি লিটন হত্যায় জড়িতরা শনাক্ত, শীঘ্রই গ্রেফতার

আইজিপি একেএম শহীদুল হক। (ফাইল ছবি)

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িতরা খুব শিগগিরই গ্রেফতার হতে পারে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে সাভারের আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশ ১- এর বহুতল ব্যারাক ভবন ও অস্ত্রাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনশেষে সাংবাদিকদের এ কথা জনান আইজিপি।

ইতোমধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করেছে উল্লেখ করে আইজিপি বলেন, সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ঘটনার দিন যে তিনজন ব্যক্তি মোটরসাইকেলযোগে তার বাড়িতে এসেছিলো তারা পুলিশের নজরদারিতে রয়েছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। খুনিদেরকে খুব শিগগিরই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। বললেন পুলিশ প্রধান।

তিনি বলেন, পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের যথেষ্ট সাফল্য রয়েছে বলেও জানান তিনি।

এর আগে একেএম শহীদুল হক নারী পুলিশ সদস্যদের প্রথম ওরিয়েন্টশন কোর্স সমাপনীর কুচকাওয়াজ ও সালাম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, শিল্প পুলিশ ১-এর পরিচালক মোস্তাফিজারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বাসস

শেয়ার করুন