পিয়নের চাকরির আবেদন করলেন ৩৭শ পিএইচডিধারী

নিয়োগের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল পঞ্চম শ্রেণি পাস। ওই নিয়োগ আবেদনের প্রেক্ষিতে নানান শ্রেণির যোগ্যতা সম্পন্নদের পাশাপাশি পিএইচডি ডিগ্রিধারীরাও আবেদন করেছেন। তাদের সংখ্যাও নেহায়েত কম নয়, ৩ হাজার ৭শ জন! ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের। সেখানে পুলিশের টেলিকম শাখায় বেশ কয়েকজন পিয়ন নিয়োগ দেওয়া হবে। ৬২ পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯৩ হাজার ৫শ।

শত কোটি মানুষের দেশে আবেদনকারীর সংখ্যা বিস্ময় না জাগালেও বিপুল সংখ্যক উচ্চশিক্ষিত প্রার্থীর আবেদনের ঘটনা বিস্ময়করই।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু তা-ই নয়, ৫০ হাজারের বেশি স্নাতক, ২৮ হাজার স্নাতকোত্তর ডিগ্রিধারীও পিয়ন পদে চাকরির জন্য আবেদন করেছেন। বিপুলসংখ্যক অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীর আবেদন পাওয়ায় পরীক্ষাপদ্ধতি বদলানোর কথা ভাবছে সংশ্লিষ্ট দপ্তর।

পুলিশ বিভাগের সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ১২ বছর পর রাজ্যটির ৬২টি পিয়নের পদ শূন্য হয়। চাকরিটি অনেকটা পোস্টম্যানের মতো। নিয়োগ পাওয়া ব্যক্তিকে পুলিশের টেলিকম বিভাগের বার্তা এক অফিস থেকে অন্য অফিসে নিয়ে যেতে হবে। ঐতিহ্যগতভাবে এ পদে নিয়োগ পেতে হলে প্রার্থীকে বাইসাইকেল চালাতে জানতে হয়।

অধিক যোগ্যতাসম্পন্ন এসব প্রার্থীর আবেদনের প্রবণতার জন্য বাজারে চাকরির অভাবকেই দায়ী করছেন পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে পিয়ন পদের হলেও চাকরিটি পূর্ণকালীন সরকারি আর শুরুতেই বেতন ২০ হাজার রুপি।