হাটহাজারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্টের বর্ণাঢ্য উদ্বোধন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট উদ্বোধন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য্য ড. প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম : হাটহাজারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট অনূর্ধ্ব-১৭ বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে।

বুধবার (৫ সেপ্টম্বর) হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা টুর্নামেণ্টের আয়োজন করে।

বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেণ্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী ।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. ইসহাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মুজিবুর রহমান, সরওয়ার মোর্শেদ তালুকদার, হাসান জামান বাচ্চু ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর প্রমুখ।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ বনাম চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ।

প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় নির্ধারিত সময়ে চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ ৫-০ গোলে গড়দুয়ারা ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। একই মাঠে দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে হাটহাজারী পৌরসভা বনাম গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ ।খেলায় নির্ধারিত সময়ে হাটহাজারী পৌরসভা ৩-০ গোলে গুমানমদ্দন ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার উন্নয়নের কথা ও বলেছেন। কারণ খেলাধুলার মাধ্যমে শরীর মন ভাল থাকে। আজকের টুর্ণামেন্ট শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টির উদ্যোগকে স্বাগত জানান।