বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম ইয়াসমীন পারভীন তিবরীজি

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম ইয়াসমীন পারভীন তিবরীজি

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে জিএম হিসাবে বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিসের ইয়াছমিন পারভীন তিবরীজি গত ২০ অগাস্ট তথ্য মন্ত্রনালয়ে যোগদান করার পর ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্রে কাজ শুরু করেছেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ১৯৯৬ সালে যাত্রা শুরু করলেও এই পর্যন্ত কোন মহিলা এবং ক্যাডার সার্ভিসের কর্মকর্তা জি.এম হিসেবে যোগদান করেননি। এই প্রথম মহিলা জি.এম হিসেবে বর্তমান জি.এম ইয়াছমিন পারভীন কাজ শুরু করেছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রসায়নে অনার্সসহ মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি অষ্ট্রেলিয়ার ম্যাককোয়ারী ইউনিভার্সিটি হতে ইন্টারন্যাশনাল ল’গর্ভনেন্স ও পাবলিক পলিসির উপর মাষ্টার্স ডিগ্রি লাভ করেন।

ইতিপূর্বে তিনি সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), আরডিসি, ইউএনও, এবং উপ পরিচালক আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি উপ পরিচালক, স্থানীয় সরকার হিসেবে জেলা প্রসাশক চট্টগ্রামে কর্মরত আছেন। এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে জি.এম বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন