খাগড়াছড়িতে চাঙমা বর্ণমালা শিখতে প্রশিক্ষণ

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দক্ষিণ আটারক ছড়া গ্রামে র‌্যাংকার্যা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে ‘চাঙমা লিখা শিক্ষা কোর্সের’ প্রশিক্ষণ নিচ্ছেন বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া নারী পুরুষ।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে ধারণা দেয়া হবে চাকমা বর্ণমালা সর্ম্পকে, পরিচয় করে দেওয়া হবে নিজেদের মাতৃভাষার বর্ণমালাকে। প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীরা অর্জন করতে পারবে চাকমা ভাষার বর্ণমালায় লিখতে ও পড়ার অভিজ্ঞতা।

প্রশিক্ষণে অংশ নেয়া আটারক ছড়া গ্রামের শিক্ষার্থী ইনিকা চাকমা এবং দীঘিনালা ডিগ্রি কলেজ পড়ুয়া আকাশী চাকমা বলেন, সব ভাষারই বর্ণমালা আছে। চাকমা ভাষার বর্ণমালা থাকা সত্ত্বেও বর্ণমালার সাথে পরিচিত ছিলাম না। প্রশিক্ষণে অংশ নিয়ে চাকমা ভাষার বর্ণমালায় পড়তে পারছি। প্রশিক্ষণে অংশ নেয়া গৃহিনী নমিতা চাকমা (৪০) জানান, চাকমা বর্ণমালা সর্ম্পকে জানার জন্যই তার ছেলেকে নিয়ে প্রশিক্ষণে অংশ নিয়েছেন তিনি।

‘চাঙমা লিখা শিক্ষা কোর্স’ এর প্রশিক্ষক সুমনা চাকমা জানান, ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এ প্রশিক্ষণ কোর্স। তিন মাসব্যাপী বিনামূল্যের প্রশিক্ষণে ৬০জন স্কুল কলেজসহ বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশ নেয়। এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো, চাকমা ভাষার পরিচয়সহ ভাষার বিভিন্ন বর্ণের সাথে পরিচয় করানো। যাতে, সহযজ চাকমা ভাষায় গল্প, কবিতা পড়তে পারে তারা। তিনি আরও বলেন, আমাদের স্বার্থকতা হবে তখনই, যখন প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষার্থীরা প্রশিক্ষণ শেষে চাকমা ভাষায় গল্প ও কবিতা লিখতে পারার সক্ষমতা অর্জন করতে পারবে।

বর্তমান সরকারের পার্বত্যঞ্চলে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে চাকমা ভাষার বই চালুর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ‘চাঙমা সাহিত্য বা’ (চাকমা ভাষায় সাহিত্য পত্রিকা) এর সদস্য সচিব এবং সাঙু পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ইনজেব চাকমা বলেন, নিজেদের মাতৃভাষা সবারই জানা দরকার। নিজ ভাষার বর্নমালা জানা না থাকলে, আপনি যতই শিক্ষিত হোন না কেন, তাকে শিক্ষিত বলা যাবে না। চাকমা সাহিত্যকে বিশ্ব সাহিত্যে রুপান্তরিত করার জন্যে সরকারের পাশাপাশি আমরা কাজ করছেন তারা।

শেয়ার করুন