যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেফতারের নিন্দা

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী

দেশের সাধারণ যাত্রীদের পক্ষে কথা বলা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে চাঁবাজির মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেয়ায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের যাত্রীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে মিরপুর মডেল থানার পুলিশ একটি মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। তাকে রিমান্ডে নেয়ার মাধ্যমে দেশের যাত্রীসাধারণের প্রতিবাদের কণ্ঠকে বন্ধ করতে চায় সরকার।

সড়ক পরিবহন আইনে যাত্রীস্বার্থ উপেক্ষিত করে মালিক-শ্রমিক-সরকার মিলেমিশে নিজেদের স্বার্থে আইন তৈরি করার চেষ্টা করছে বলে দাবি করে সংগঠনটি।

উল্লেখ্য, বুধবার রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকার বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আদালতে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

শেয়ার করুন