রামুর ঈদগড়ে বন বিভাগের উচ্ছেদ অভিযান

কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জের ঈদগড় বিটের আওয়াতাধীন বইজ্যাকাটা ও চরপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় ঈদগড় পুলিশ ক্যাম্প আইসি জসিম উদ্দিন,রামু থানা এএসআই মোরশেদ আলম, ঈদগড় বিট কর্মকর্তা আবদু রহিম, তুলাতলি বিট কর্মকর্তা নাজির আহমদ, বাইশারী বিট কর্মকর্তা মিলন কান্তি মন্ডলসহ ৩ বিটের বন পহরি গণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সৃজিত উটলট বাগানের চারা নষ্ট করে ফলজ বাগান, ঘর-বাড়ী নির্মাণ করায় এ উচ্ছেদ অভিযান চালানো করা হয়।

ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক জানান, সৃজিত বাগানের আকাশমনি চারা উপড়ে ফেলে ঈদগড় বইজ্যাকাটা এলাকার মো: গুরা মিয়া, আবু তাহের, মো: ফোরকান, মো: হোছন এবং চরপাড়া ২নং গেইট এলাকায় সাবেক মেম্বার হেফাজ উদ্দিন ফলজ বাগান ও বসতবাড়ী নির্মাণ করায় ৩টি বসতবাড়ী ও ফলজ বাগান উচ্ছেদ করা হয়। তাছাড়া তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়েরসহ বন সংরক্ষণ আইনে মামলা রজু করা হচ্ছে।