অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

মানবসেবা অসম্প্রদায়িক চেতনার মূল ভিত্তি মন্তব্য করে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি জেলায় কাজ করে যাচ্ছে। যেখানেই মানবতা সেখানে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তারেক রহমানের নির্দেশেই আত্ম মানবতার সেবায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। তাই সকলকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে।

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে জামালখান আসকারদীঘির পশ্চিমপাড়স্থ লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও তৎসংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সংগঠিত অগ্নিকান্ডে সর্বহারা পরিবারগুলোর মাঝে রান্না সামগ্রী ও প্রয়োজনীয় ব্যবহার্য ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।

এতে তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার থাকাকালীন সময়ে আাপনাদের পাশে যেভাবে ছিল এখনো বিএনপি আপনাদের পাশে আছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, উপদেষ্টা হাজী নবাব খান, ইয়াসিন চৌধুরী লিটন,কামরুল ইসলাম, মনোওয়ারা বেগম মনি, ডাঃ এস এম সারোয়ার আলম, আলহাজ্ব জাকির হোসেন, ডা. ফয়েজুর রহমান, মোঃ শাহজাহান, আব্দুল্লাহ আল সগীর, তৌহিদুস সালাম নিশাদ, কাজী শাহজাহান, জিয়াউর রহমান জিয়া, আব্দুল জলিল, মোঃ হারুন, দিদারুল ইসলাম, আবদুর সবুর মাসুম, মোঃ মাসুম, আলফু মিয়া, মোস্তাক সালাম তালুকদার, শাহীন হায়াত, মোঃ ওয়াসিম, এফ এ এফ রুমি, সৌরভ প্রিয় পাল, রাজিব ধর তমাল, নুরুল ইসলাম, সৈয়দ সাফওয়ান আলী, ইমরান হোসেন প্রমূখ।

শেয়ার করুন