বিএনপির প্রতিবাদ সমাবেশ
ব্রেকফেল করা গাড়ীর মত বিপজ্জনক আওয়ামীলীগ: শাহাদাত

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সরকার এখন ব্রেকফেল করা গাড়ীর মত বিপজ্জনক। আজীবন ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী বিএনপি নেতা কর্মীদের দমন নিপীড়ন চালাচ্ছে। রাতের আধারে হানাদার বাহিনীর মতো ধরে নিয়ে পৈশাচিক নির্যাতন চালাচ্ছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে অসাংবিধানিকভাবে কারাগারে আদালত বসানোর প্রতিবাদে নাসিমনভবনের দলীয় কার্যালয় মাঠে কেন্দ্রঘোষিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণ হয়ে অসাংবিধানিকভাবে কারাগারে আদালত বসিয়ে বেগম জিয়াকে আরেকটি প্রহসনের সাজা দিতে পাঁয়তারা করছে। বেগম জিয়ার জামিন প্রক্রিয়া বার বার বাঁধাগ্রস্ত করছে সরকার। বেগম জিয়া সুবিচারে নয় প্রতিহিংসামূলক সরকারী বিচারে কারাবন্দি।

ডা. শাহাদাত বলেন, আজীবন ক্ষমতায় থাকার জন্য যতই ষড়যন্ত্র ও অপচেষ্টা করুন না কেন আওয়ামীলীগকে এবার বিদায় নিতেই হবে। সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বলেছেন, বেগম জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারার অজুহাতে সম্পূর্ণ অসংবিধানিক ভাবে আদালতকে কারাগারে নিয়ে গেছে সরকার। সরকারকে এই ধরনের হটকারি সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহবান জানিয়ে তিনি আরও বলেন, সরাদেশের মত চট্টগ্রামের জনগণ আজ বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোচ্চার। আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে রাতের আধারে গণ গ্রেপ্তার বন্ধ করে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করছি। অন্যথায় চট্টগ্রাম মহানগর থেকে স্বেচ্ছায় কারাবরণের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।

সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, নির্বাচন নিয়ে সংবিধানের দোহায় দিয়ে কোন গড়িমসি চলবে না। নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। জনগণের ভোট জনগণ দিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোন বিকল্প নেই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, হাজী মোহাম্মদ আলী, আশরাফ চৌধুরী, হারুন জামান, সফিকুর রহমান স্বপন, অধ্যাপক নুরুল আলম রাজু এস এম আবুল ফয়েজ, উপদেষ্টা হাজী নবাব খান, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহআলম, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, জাহাঙ্গির আলম দুলাল, মনজুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, হাজী মো. তৈয়ব, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, নগর মহিলা দল সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সহসাধারণ সম্পাদক হাজী মো. সালাহউদ্দিন, সামশুল আলম, জি এম আয়ুব খান, এস এম জি আকবর, ইব্রাহিম চৌধুরী, সম্পাদকবৃন্দ মো. আলী মিঠু, হামিদ হোসেন, ডা. এস এম সরোয়ার আলম, দিদারুল আলম চৌধুরী, হেলাল চৌধুরী, ইসমাইল হোসেন (কমিশনার), আবদুল বাতেন, থানা সভাপতি হাজী বাবুল হক, সাইফুর রহমান বাবুল, মোশারফ হোসেন ডেপতি, হাজী হানিফ সওদাগর, মামুনুল ইসলাম হুমায়ুন, কাউন্সিলর মো. আজম, মো. সেকান্দর, আবদুল্লাহ আল হারুন, ডা. নুরুল আবছার, সহসম্পাদকবৃন্দ আবদুল হালিম স্বপন, মো. সেলিম, রফিকুল ইসলাম, মো: ইদ্রিস আলী, মো. শাহজাহান, আজাদ বাঙালী, সফিক আহমেদ, নকিব উদ্দিন ভূঁইয়া, আবুল খায়ের মেম্বার, আবদুল হাই, মো. কামাল উদ্দিন, ইসমাইল বাবুল, আলী আজম, সালাহউদ্দিন লাতু, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, আফতাবুর রহমান শাহিন, জাহিদ হাসান, শাহাব উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী মাঈনু, নূর হোসেন, আবদুল কাদের জসিম, হাবিবুর রহমান, রোকন উদ্দিন মাহমুদ, নগর মহিলা দল সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জসিম উদ্দিন চৌধুরী, নগর সদস্য ফাতেমা বাদশা, কাউন্সিলর জেসমিনা খানম, ইউসুফ সিকদার, তছলিম হোসেন, আইয়ুব খান, নগর তাতীদল সভাপতি জাহাঙ্গির আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো: ইলিয়াস, আবদুল্লাহ আল ছগির, মো. বেলাল, আলাউদ্দিন আলী নুর, মো. ফারুক আহমেদ, জমির আহমেদ, মো. আসলাম, জাহেদুল আলম মাস্টার, খন্দকার নুরুল ইসলাম, হাজী মো. হারুন, হুমায়ুন কবীর সোহেল, মো. ইলিয়াছ, এম এ মুসা বাবলু, মো. আজম উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, এম এ হালিম বাবলু, জাহেদ উল্লাহ রাশেদ, ছৈয়দ আবুল বশর, মনজুর কাদের, হাজী মো. জাহেদ, মনজু মিয়া, জসিম মিয়া, মোস্তাক আহমদ, এস এম আবুল কালাম আবু, মো. ফিরোজ খান, সিরাজুল ইসলাম মুনসি, আশরাফ খান, এস এম আজাদ, আনোয়ার হোসেন আনু, এয়াকুব চৌধুরী নাজিম, সাব্বির আহমদ, মো. হারুন, জিয়াউর রহমান জিয়া, হাসান ওসমান, মামুন আলম প্রমুখ।

শেয়ার করুন