ক্লিঙ্কারবোঝাই জাহাজ ডুবেছে বঙ্গোপসাগরে, নিরাপদে নাবিক

প্রতীকী ছবি

চট্টগ্রাম : চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে বঙ্গোপসাগরে ঠেঙ্গারচরের কাছে সিমেন্টের ক্লিঙ্কারবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। বসুন্ধরা গ্রুপের একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের পর শেখ ফারদিন নামে এই জাহাজটি ডুবে যাওয়ার তথ্য পেয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে তবে জাহাজের ১৩ জন নাবিকের সবাই নিরাপদে আছেন।

শেখ ফারদিন জাহাজের মাস্টার বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী পরিচালক মো. সেলিমকে জানিয়েছেন- বসুন্ধরা গ্রুপের জাহাজ বসুন্ধরা-২৭ এর সঙ্গে সংঘর্ষ হয়েছে। এরপর শেখ ফারদিন ডুবে যেতে থাকে।

সূত্র জানায়, চট্টগ্রাম নগরীতে কর্ণফুলী নদীর ১৮ নম্বর ঘাট থেকে সিমেন্ট ক্লিঙ্কার নিয়ে জাহাজটি নারায়ণগঞ্জ। সন্দ্বীপের পশ্চিমে ভাসানচর-১ বয়া থেকে ১ নটিক্যাল মাইল দূরে ঠেঙ্গারচরের কাছে দুর্ঘটনা ঘটে।

শেখ ফারদিন জাহাজটি ডুবে যাবে বুঝতে পেরে দ্রুত সেটিকে ঠেঙ্গারচরের কাছাকাছি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ১৩ জন নাবিক অন্য জাহাজে উঠে যান। আস্তে আস্তে জাহাজটি প্রায় পুরোপুরি ডুবে গেছে।

বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা মো. সেলিম জানিয়েছেন দুর্ঘটনা হলেও ওই রুট দিয়ে জাহাজ চলাচলে কোন সমস্যা নেই। দুর্ঘটনাস্থল চিহ্নিত করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন