হাটহাজারী সড়কের ২২৯ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ পর্যায়ে

চট্টগ্রাম হাটহাজারী সড়কের সাড়ে ১২ কিঃমিঃ এ কয়েকটি সেতু ও ডিভাইডারের কাজ চলতি বছরের জুনের মধ্যে শেষ করা না হলে সময় আর বাড়ানো যাবেনা বলে জানান পরিকল্পনা কমিশন। ফলে ২শ ২৯ কোটি টাকার প্রকল্প চলতি বছরের জুনের মধ্যে শেষ করতে হবে। ইতিমধ্যে সড়কের প্রকল্পের ৮০ ভাগ কাজ সমাপ্ত হয় বলে জানা গেছে। ভূমি অধিগ্রহনে দীর্ঘ হওয়ার কারণে প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। আগামী জুনের মধ্যে যে কোন ভাবে সড়কের কাজ শেষ করতে হবে বলে জানিয়েছের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সড়ক ও সেতু বিভাগ জানান, ইতিমধ্যে নন্দিরহাট, চৌধুরীহাট, নতুনপাড়া, বটতলী এলাকা ভূমি অধিগ্রহনের টাকা ইতিমধ্যে চট্টগ্রাম এর ডিসি অফিসে জমা দেওয়া হয়। এই অফিস হতে যত দ্রুত ক্ষতিগ্রস্থদের টাকা দিয়ে ভূমি অধিগ্রহনে ভূমি সড়ক ও সেতু বিভাগকে বুঝিয়ে দিলে দ্রুত সড়কের কাজ শেষ হবে।

সরেজমিনে গিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা যায়, ২০১৪ সালের নভেম্বর হতে দুইটি প্রজেক্টে ভাগ করে সড়ক কালর্ভাটের কাজ শুরু করে। প্রথম প্রজেক্টে চট্টগ্রামের অক্সিজেন হতে বালুছড়া পর্যন্ত চৌধুরীহাটের দক্ষিণে মাছের ঢেভা থেকে ফতেয়াবাদ পর্যন্ত সড়ক ও সড়কের বিভাজনের কাজ ইতিমধ্যে চট্টগ্রাম হাটহাজারী সড়কের কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান মনজুর আলম মনজু। প্রথম প্রজেক্টের সড়ক এবং সড়কের বিভাজকের কাজের পাশাপাশি ছোট বড় ১৮টি কালর্ভাটের কাজ। উক্ত সড়কের সড়কের ছোট বড় ব্রীজ ও কালর্ভাট তৈরি করতে ২১ কোটি টাকা বরাদ্ধ হয়ে ছিল। এর দ্বিতীয় প্রজেক্ট ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম চবি ১নং সড়ক হতে শুরু হয়ে হাটহাজারী বাসষ্টেশনস্থ কলাবাগান পর্যন্ত কাজ চলছে যার জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে ৩৭ কোটি টাকা বলে জানা গেছে। তবে সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে হলেও উক্ত সড়কের ২/১টি সেতু নিমার্ণ কাজ চলছে। নির্মাণাধীন সেতু গুলোর কারণে ও ডিভাইডার নিমার্ণ এর কাজ চলায় যাত্রী সাধারণের চলাচল করতে চরম দূর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি ধুলাবালির কারণে পথচারি ও যাত্রী সাধারণের ব্যপক কষ্ট হচ্ছে।সাথে সাথে রোগী বহন কারি গাড়ি ও ফায়ার সাভির্সের গাড়ি তাদের গন্তব্য স্থলে পৌছতে বিলম্ব ঘটছে এবং এই কাজের কারণে যানজটের কবলে পড়ে দূর্ভোগসহ যাত্রীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

শেয়ার করুন