শিক্ষক সংকটের কারণেই পার্বত্যাঞ্চল শিক্ষায় অনেক পিছিয়ে

পার্বত্য অঞ্চলে শিক্ষায় বিদ্যমান সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় উপস্থিত অতিথিবৃন্দ। -লামা প্রতিনিধি

লামা : চট্টগ্রামস্থ সমাজ কল্যাণমূলক সংগঠন সেবা’র আয়োজনে ‘পার্বত্য অঞ্চলে শিক্ষায় বিদ্যমান সমস্যা ও উত্তোরণের উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নির্বাহী রতন বড়ুয়ার পরিচালনা ও সদস্য আমির হোসেনের সঞ্চালনায় বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের লামা উপজেলা টাউন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর সাহেদা ইসলাম। এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুবু হাসান, বিদ্যালয় পরিদর্শক আবু তাহের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রদীপ চক্রবর্তী, কলেজ পরিদর্শক প্রফেসর জাহিদুল হক, শিক্ষা বোর্ডের সাবেক উপ-সচিব ড. পিযুষ দত্ত, চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক ড. অজয় দত্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, পৌরসভা মেয়র মো.জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, জেলা শিক্ষা কর্মকর্তা সোমা দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া বিশেষ অতিথি ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় স্থানীয় চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকগন অংশ গ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন- বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি-এ তিন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার এবং শিক্ষার গুনগত মান চট্টগ্রামের চেয়ে অনেক পিছিয়ে। শিক্ষক সংকট, বিষয় ভিত্তিক শিক্ষক স্বল্পতা, অভিভাবকদের আর্থিক দূর্বলতা ও পাহাড়ি দূর্গমতাই এর অন্যতম কারণ।