বাংলাদেশের ইতিহাস খচিত শিল্পকর্ম দেয়ালজুড়ে

টেরাকোটায় বাংলাদেশের ইতিহাস

বায়ান্ন’র ভাষা আন্দোলন, মাস্টারদা সূর্যসেন, বীরকন্যা প্রীতিলতা আর ৭ মার্চের ভাষণ এবং বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ বিশ্ব ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা খচিত অনবদ্য শিল্পকর্ম আলোকিত করেছে নগরীর জামালখান গোলচত্বর। ভাস্কর প্রণব সরকার এবং স্থপতি আইনুল ইসলাম শাওনের ১৩৬ ফুট দৈর্ঘ্যের টেরাকোটা আনুষ্ঠানিক উদ্বোধনের পর এর আলোচ্ছ্বটা ছড়িয়ে পড়ছে নগরজুড়ে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মূল ফটকের দুই পাশের সীমানা দেয়ালের ১৩৬ ফুট দৈর্ঘ‌্যের এই টেরাকোটা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এর উদ্যোক্তা ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

মহান ভাষা দিবসে শিল্পকর্মটি নগরবাসীকে ভিন্ন মাত্রা যোগ করেছে। উদ্বোধনের আগে সকাল থেকেই শিল্পকর্মটি দেখতে ভিড় জমে যায়। ভিড় করে শিক্ষার্থীরাও। শিল্পকর্ম অপলক দেখছিলেন হাকিম দেওয়ান। তিনি বলেন, “এখানে খুব সুন্দর করে ইতিহাস ‍তুলে ধরা হয়েছে। এগুলো দেখলে আজকের প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। জাগ্রহ হবে দেশপ্রেম।”

উদ্বোধন অনুষ্ঠানে উদ্যোক্তা কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, “শুধু স্বপ্ন দেখতে নয়, আমি স্বপ্ন বাস্তবায়নে বিশ্বাসী।
“কিছুদিন আগেও এ দেয়ালটিতে পোস্টার লাগানো হত। শিশুরা বিদ্যালয়ে আসে জ্ঞান অর্জনের জন্য। অথচ বিদ্যালয়ের দেয়ালে পোস্টার লাগানো হয়। এটা কেমন কথা! চেয়েছি- শিশুরা ইতিহাস জানুক।”

অনুষ্ঠানে অংশ নিয়ে জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, এটা অত্যন্ত নান্দনিক। প্রতিদিন যারা এ পথে চলাফেরা করবে তারা আগ্রহ নিয়ে দেখবে। তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, “সুন্দর নগরী গড়তে যারা চেষ্টা করছে, তাদের সাথে ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা পাশে থাকব।”

টেরাকোটায় বাংলাদেশের ইতিহাস

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, হাসান মাহমুদ হাসনী ও আঞ্জুমান আরা বেগম।

ব্রিটিশবিরোধী আন্দোলনের তিন বীরকে দিয়ে শুরু হয়েছে এই টেরাকোটা। দেয়ালের বামপাশ খচিত হয়েছে চট্টগ্রাম যুব বিদ্রোহের অগ্রনায়ক মাস্টারদা সূর্যসেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এবং বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি।

এরপরই সিপাহী বিদ্রোহ এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে টেরাকোটায়।

এসেছে রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, যাতে বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছিল।

একে একে ফুটিয়ে তোলা হয়েছে একাত্তরে সম্মুখ সমর, পাকিস্তানিদের আত্মসমর্পণ, বিজয়ের আনন্দে আত্মহারা বাঙালি জাতি, সাত বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি এবং জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন।

এরপর রয়েছে ‘স্বাধীন বাংলাদেশে মুক্ত সন্তানেরা শাপলা তুলছে সরোবরে’ এবং মঙ্গল শোভাযাত্রা।

শেয়ার করুন