জাতীয় পার্টির আহবায়ক কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ, প্রতিবাদ সভা

গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ, প্রতিবাদ সভা

মুহাম্মদ আতিকুর রহমান : গাজীপুর মহানগর জাতীয় পার্টির নতুন আহবায়ক কমিটি বাতিল এবং আহবায়ক এমএম নিয়াজ উদ্দিনকে বহিস্কারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে জাতীয় পার্টির স্থানীয় নেতারা।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে ওই কর্মসূচি পালিত হয়।

জাতীয় পার্টির নেতা ফারুক হোসেন জয়নালের সভপতিত্বে ও জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শরিফুল ইসলাম শরিফ, ফারুকুল ইসলাম প্রধান, নিয়াজ উদ্দিন সরকার, এডভোকেট মোস্তফা কামাল, ফারুক খান, ইসমাইল হোসেন, সফিউল ইসলাম মেম্বার, তসলিম উদ্দিন, আহমেদ আলী মন্ডল, ইন্তাজ উদ্দিন সরকার, আজিজ আহমেদ, শহিদুল ইসলাম মাষ্টার, শাহজাহান সিরাজ, হাবিজ উদ্দিন মন্ডল প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে জাতীয় পার্টির গাজীপুর মহানগর কমিটি বাতিল করে ভুয়া মুক্তিযোদ্ধা, দুর্নীতিবাজ এমএম নিয়াজ উদ্দিনকে বহিস্কার দাবী করেন। একই সঙ্গে নিয়াজ উদ্দিনের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়েরও দাবী করেন।